বেতন নেবেন না বরিশালের মেয়র

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৮, ২১:১৪

তিন থেকে চারশ কোটি টাকা দেনায় থাকা বরিশাল সিটি করপোরেশন থেকে কোনো বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন নতুন মেয়র সাদিক আবদুল্লাহ। মঙ্গলবার বিকালে নগর ভবনে মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন নতুন মেয়র।

সাদিক বলেন, ‘করপোরেশনের কী অবস্থা আছে সেটা এখনো ভালোভাবে বলতে পারছি না। দেনা যতদিন পরিশোধ না হবে, ততদিন আমি করপোরেশনের সম্মানি নেব না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ ভালো করেই করপোরেশনের অবস্থা জানেন। এই দেনা আমার কাছে কোনো চ্যালেঞ্জ নয়।’

গত ৩০ জুলাই বরিশালে ভোট হলেও চূড়ান্ত ফল ঘোষণা হয় ৩ অক্টোবর। ২২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদিককে শপথ পড়ান।

ভোটের প্রচারের সময় সাদিক কোনো ইশহেতার দেননি। বলেছেন, কাজেই প্রমাণ নিতে চান। দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘উন্নয়ন করার মত অনেক কিছু আছে। তবে মুখে নয়, আমি কাজ করে তা দেখাতে চাই। নির্বাচনের আগে আমি বারবার বলেছি বর্ধিত এলাকার উন্নয়নের কাজ করব। বস্তি ও নগরীর সড়ক ব্যবস্থা উন্নয়নে কাজ করব। আমি বড় পরিকল্পনা হাতে নিয়েছি, যেখানে নগরীর বিভিন্ন পর্যায়ের উন্নয়ন সাধিত হবে।’

‘আমি সামনের সিটি নির্বাচনে মানুষের কাছে আর ভোট চাইব না। মানুষ যাতে আমাকে এমনিতেই ভোট দেয় সেইভাবে কাজ করার মানসিকতা নিয়ে আমি চলছি।’ অতীতে করপোরেশনের দুর্নীতির বিষয়ে সাদিক বলেন, ‘অতীতের দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এতে কোনো মেয়র বা কাউন্সিলর জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি যদি আমি নিজেও জড়িত থাকি সেই বিষয়েও যথাযথ নিয়মে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মেয়র বলেন, ‘বরিশাল সিটি করপোরেশনের আইন মান্য করে প্রত্যেককে কাজ করতে হবে। আমি জনপ্রতিনিধিদের আগেই বলেছি বিষয়টা। কোনো কাউন্সিলর ঠিকাদারী কাজের সাথে জড়িত থাকতে পারবে না।’

বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বরিশাল করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন, বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান, বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :