রাবিতে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রলীগ

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৮, ২১:৫৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নানাভাবে সেবা দিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

কয়েকটি দলে ভাগ হয়ে পরীক্ষার দ্বিতীয় দিনে সুপেয় পানি, চিকিৎসা সেবা, অভিভাবকদের বসার ব্যবস্থা, কলম বিতরণসহ নানা প্রকার তথ্য প্রদানেও কাজ করেছেন সংগঠনটির নেতা কর্মীরা।

মঙ্গলবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে নেতাকর্মীরা ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রদান, সুপেয় পানি, কলম সরবরাহ করছে।

এর আগে সোমবার রাতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিটি হলে গিয়ে মসজিদসহ বিভিন্ন স্থানে অবস্থানরত ভর্তিচ্ছু পরীক্ষাদের মাঝে কয়েল ও মোমবাতি সরবরাহ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ছাত্রলীগের পক্ষ থেকে হলে থাকার বিষয়টি নিশ্চিত করেছি। মশার কয়েল, বিদ্যুৎ বিভ্রাটকালে পড়ালেখা সচল রাখতে মোমবাতি প্রদান করেছি।’

‘উপমহাদেশের বৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তার নিজ ঐতিহ্য ও সুনাম রক্ষায় বরাবর শিক্ষাবান্ধব কাজে আত্মনিয়োগ করে থাকে। এরই ধারাবাহিকতায় এটা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মাত্র।’

বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পাওয়া প্রত্যককে ছাত্রলীগের পতাকাতলে নিয়ে আসার উদ্দেশ্যের কথাও বলেন সংগঠনটির এই নেতা। বলেন, ‘যে সংগঠন আপনাকে একটি গাইডলাইন এর মত দিকনির্দেশনা দিয়ে প্রকৃতভাবে যোগ্য মানুষ করে গড়ে তুলবে বলে আমি মনে করি।’

ঢাকাটাইমস/২৩অক্টোবর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :