দিবালার গোলে ম্যানইউকে হারাল জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১০:৪৫ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৮, ০৮:৪৫

দীর্ঘ ৯ বছর পর শত্রুবেশে ওল্ড ট্রাফোর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেরা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটিতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনিই। তাবে সাবেক ক্লাবের বিপক্ষে আবেগের ম্যাচে কোনো গোল উপহার দিতে পারেননি পর্তুগিজ যুবরাজ। তাকে ছাপিয়ে খবরের শিরোনাম হয়েছেন পাওলো দিবালা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের একমাত্র গোলেই মঙ্গলবার রাতে ম্যানইউকে ১-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস।

এই জয়ে ‘এইচ’ গ্রুপ থেকে সেরা দল হিসেবে শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল করল জুভেন্টাস। তিন ম্যাচে ৯ পয়েন্ট তাদের। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানইউ। তিনে থাকা ভ্যালেন্সিয়ার দুই পয়েন্ট, যারা অপর ম্যাচে গ্রুপের তলানির দল ইয়াং বয়েজের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

প্রতিপক্ষের মাঠে বল পজেশন, আক্রমণ- সবকিছুতেই এগিয়ে ছিল জুভেন্টাস। ১৩ মিনিটের মাথায় দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন দিবালা। হুয়ান কুয়াদ্রাদোর ক্রসে ঠিকভাবে মাথা ছোঁয়াতে পারলেই গোলটা পেয়ে যেতেন তিনি। মিনিট চারেক বাদেই অবশ্য আক্ষেপটা ঘুচিয়েছেন আর্জেন্টাইন তারকা। বাঁ দিক থেকে কুয়াদ্রাদোকে ডি-বক্সে ক্রস দিয়েছিলেন রোনালদো। কুয়াদ্রাদো ঠিকভাবে শট নিতে পারেননি। তার পায়ে লেগে বল চলে যায় দিবালার কাছে। মুহূর্তেই তিনি বল জড়িয়ে দেন জালে।

দ্বিতীয়ার্ধে গোল খাতায় নাম তুলতে পারতেন রোনালদোও। কিন্তু তার নেয়া শটটি ঠেকিয়ে দেন ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ৭৫ মিনিটে পল পগবার বাঁ পায়ের শট পোস্টে আঘাত হানে। বাকি সময়ে আর গোল আদায় করে নিতে পারেনি হোসে মরিনহোর শিষ্যরা।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :