শাখতারকে উড়িয়ে দিল ম্যানসিটি

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০৯:৩১ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ১০:৩০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আগের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির জালে গুণে গুণে পাঁচবার বল পাঠিয়েছিল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার শিষ্যরা গোলের ধারা অব্যাহত রেখেছে চ্যাম্পিয়ন্স লিগেও। মঙ্গলবার ‘এফ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক শাখতার দোনেৎস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।

প্রতিপক্ষের  মাঠে ৩০ মিনিটে ম্যানসিটিকে প্রথম গোল এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা। মিনিট পাঁচেক বাদে ব্যবধানটা দ্বিগুণ করে ফেলেন ফরাসি ডিফেন্ডার এমেরিক লাপোর্তে। তাতে প্রথমার্ধেই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় অতিথিদের। এরপর ৭০ মিনিটে রিয়াদ মাজরেজের অ্যাসিস্টে পর্তুগিজ তারকা বেরনার্দো সিলভার ম্যানসিটির পক্ষে তৃতীয় গোলটি করেন।

ম্যানসিটিই প্রথম ইংলিশ ক্লাব, যারা কিনা শাখতারের মাঠে জয় দেখল। দলের পারফরম্যান্সে দারুণ খুশি গার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগে তাদের শুরুটা হয়েছিল পরাজয়ে। টানা দুই ম্যাচ জিতে এখন গ্রুপে শীর্ষে ওঠে গেছে সিটিজেনরা। ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসা করে গার্দিওলা বলেছেন, ‘আমাদের প্রথমার্ধটা ছিল অসাধারণ। গত তিন মৌসুমে কোনো ম্যাচের প্রথমার্ধ এতটা ভালো ছিলনা। লিঁওর (অলিম্পিক) কাছে হেরে যাওয়ার পর আমরা খুব চাপে পড়ে গিয়েছিলাম। কিন্তু এখন ভালো অবস্থানে। কাজেই নিজেরাই নিজেদের ভাগ্য গড়ে নিতে পারি।’

গ্রুপের অপর ম্যাচে জার্মান ক্লাব হফেনহেইমের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ফরাসি জায়ান্ট অলিম্পিক লিঁও। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। তাদের চেয়ে এক ধাপ এগিয়ে শীর্ষ স্থানধারী ম্যানসিটি।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এবিএ)