ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে নেত্রকোণায় মামলা

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৪:৪৩ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৮, ১৪:১৭

নেত্রকোণায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলাটি করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দীনা। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরুর স্ত্রী।

বুধবার দুপুরে তিনি জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের প্রথম আমলি আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

বাদীর আইনজীবী মনোয়ারুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৯ (১) ধারায় মামলাটি করা হয়েছে।

তিনি বলেন, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির ‘৭১ জার্নাল’ নামে একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেন মইনুল হোসেন। তার এমন বক্তব্যে নারীজাতিসহ সকল সাংবাদিকদের অপমানিত করা হয়েছে। একজন নারী হিসেবে কামরুন্নেছা আশরাফ দীনা সামাজিক, রাজনৈতিক ও মানসিক ভাবে অপমানিত হয়েছেন। তার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন তিনি।’

এ বিষয়ে আদালত এখনও কোনো আদেশ দেয়নি বলে জানান মনোয়ারুল হক।

গত ১৬ অক্টোবর সংবাদভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির ‘৭১ জার্নাল’ নামে একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমালোচনার মুখে পড়েন মইনুল। পরে টেলিফোন করে ক্ষমা চাইলেও মাসুদা ভাট্টি তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। আর তা না করায় মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি।

দেশের বিভিন্ন স্থানেও মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মইনুল কয়েকটিতে হাই কোর্ট থেকে আগাম জামিন নেন।

পরে রংপুরের এক মামলায় জামিন না থাকায় সোমবার তাকে ঢাকা থেকে আটক করে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :