জাপানে ‘পারিবারিক সহিংসতা’ বিষয়ক সেমিনার

জাপান প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৮, ১৮:২০

হাসিনা বেগম রেখা জাপান প্রবাসীদের আয়োজনে প্রথমবারের মতো ‘পারিবারিক সহিংসতা’ বিষয়ক ব্যাতিক্রমধর্মী একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জাপান প্রবাসীদের একমাত্র নারী সংগঠন ‘বাংলাদেশ ওম্যান্স অ্যাসোসিয়েশন অব জাপান’-এর আয়োজনে ২১ অক্টোবর টোকিওর কিতা সিটি তাকিনোগাওয়া বুনকা সেন্টারে এ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে মূল বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী সৈয়েদা আফরোজা আলম।

বাংলাদেশ ওম্যান্স অ্যাসোসিয়েশন অব জাপান-এর সভানেত্রী জেসমিন সুলতানা কাকলীর সভানেত্রীত্বে এ সময় মঞ্চে আরো ছিলেন উপদেষ্টা মুনশী রোকেয়া সুলতানা রেনু আজাদ। বাংলাদেশ ওম্যান্স অ্যাসোসিয়েশন অব জাপান-এর আয়োজনে হলেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সেমিনারটি প্রাণবন্ত হয়ে উঠে। সূচনা বক্তব্য রাখেন রুমানা রউফ সোমা।

অ্যাডভোকেট সৈয়েদা আফরোজা আলম তার দীর্ঘ আইনপেশা জীবনে পারিবারিক নির্যাতন সংক্রান্ত নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :