বাগমারায় বিনামূল্যে চক্ষুসেবা

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৮, ১৬:৪৬

রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে তিন দিনব্যাপী চক্ষুসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার শিকদারীতে বৃহস্পতিবার সকাল আটটায় সালেহো-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান টুকু প্রমুখ। চক্ষুসেবা চলাকালে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চোখে ছানি পড়া একশ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।

অন্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। নির্বাচিত রোগীদের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় দিনাজপুরে নিয়ে যাওয়া হবে। দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের বিশেষজ্ঞ ডা. তানজিমুল ইসলামের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট মেডিকেল টিম চক্ষু রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

প্রতিবছর রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিষ্ঠান সালেহা ইমারত ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে। রোগীদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করে সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন।

ঢাকাটাইমস/২৫অক্টোবর/আরআর/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :