বিএনপি থাকায় ঐক্যফ্রন্ট কিছুটা প্রভাব ফেলবে: মুহিত

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৮, ১৮:৫৬
ফাইল ছবি

বিএনপি সঙ্গে থাকার কারণে দেশের রাজনীতিতে জাতীয় ঐক্যফ্রন্ট কিছুটা প্রভাব ফেলবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে যাই হোক নির্বাচনে আওয়ামী লীগই জয়ী হবে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। সিলেট নগরের সুরমা নদীর তীরঘেঁষে সার্কিট হাউজের সামনে থেকে কালিঘাট, মাছিমপুর, মেন্দিবাগ, নোয়াগাঁও হয়ে বোরহান উদ্দিন সড়ক পর্যন্ত রিটেইনিং ওয়াল এবং ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী।

মুহিত বলেন, ‘ঐক্যফ্রন্ট কিছুটা প্রভাব ফেললেও ইতোমধ্যে জোটভুক্ত দলগুলো জনগণের কাছে অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।’

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কেউ কেউ বিএনপি'র সাথে জোট করে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে চাইছেন বলে বক্তব্য দিচ্ছেন- এমন বক্তব্যকে 'হিপোক্রেসি' হিসেবে মনে করেন অর্থমন্ত্রী। এধরনের মন্তব্যকে ‘মুনাফিকি’ বলেও অভিহিত করেন তিনি।

এর আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এমএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :