ইলিশ ধরার দায়ে ২৫ জেলেকে জরিমানা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ২১:৪৫ | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৮, ২১:৪৩

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার দায়ে ২৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।

বৃহস্পতিবার শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুল ইসলামের নেতৃত্বে লৌহজং ও শ্রীনগর থানার পদ্মা নদীতে অভিযান চালানো হয়।

এ সময় আসামিদের দখল হতে এক হাজার পাঁচশ কেজি মা ইলিশ এবং অবৈধ এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুল ইসলাম জানান, আটক ২২ জনকে তিন হাজার টাকা করে এবং তিনজনকে এক হাজার টাকা করে সর্বমোট ঊন সত্তর হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাদের ছেড়ে দেয়া হয়।

উদ্ধার মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিলি করা হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :