রাজশাহীতে জীবনানন্দ কবিতা মেলা

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৬:৩৩ | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৮, ১৪:৩৪

রাজশাহীতে শুরু হলো দুই দিনের জীবনানন্দ কবিতা মেলা। শুক্রবার সকালে নগরীর শাহমখদুম কলেজে প্রাঙ্গনে এর উদ্বোধন করেছেন কবি সরোজ দেব। রাজশাহীর কবিকুঞ্জ আয়োজিত মেলায় দুই বাংলার কবি-সাহিত্যিকরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, ভাষা সৈনিক আবুল হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক।

বিকালে অনুষ্ঠিত হবে জীবনানন্দ স্মারক বক্তৃতা, আলোচনা সভা, আবৃত্তি ও কবিকণ্ঠে কবিতা পাঠ।

সপ্তমবারের মতো আয়োজিত এই কবিতা মেলায় এবার কবিকুঞ্জ পদক পাচ্ছেন কবি মাহবুবুর রহমান বাদশা। এছাড়া কবিকুঞ্জ ছোট কাগজ সম্মাননা পাচ্ছেন ‘শব্দ’ পত্রিকার সম্পাদক কবি সরোজ দেব।

উৎসবের শেষ দিন শনিবার তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেয়া হবে।

ঢাকাটাইমস/২৬অক্টোবর/আরআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :