ঝালকাঠিতে আগুনে পুড়ল ১১ বসতঘর

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৮, ১৪:৪৫

ঝালকাঠি শহরের পুরাতন কলাবাগান এলাকায় আগুনে পুড়ে গেছে ১১টি বসত ঘর। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার মিল্টন হোসেনের একটি ভাড়াটিয়া ঘর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েলে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

রাতেই জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর কাউন্সিলর নাসিম কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ-সহকরী পরিচালক মো. সেলিম বলেন, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাহায্যে প্রায় ঘণ্টাখানের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে ১১টি বসত ঘর পুড়ে গেছে।

ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :