বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়ছেন ৩৩ জন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৮, ১৬:৫৫

২০১৮-১৯ শিক্ষাবর্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় নয়টি ইউনিটের মোট ৩২৪৫টি আসনের বিপরীতে ১ লক্ষ ৩ হাজার ৯৯৪টি আবেদন অনলাইনে জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৩ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির (যোগাযোগ) সদস্য ও সিএসই বিভাগের প্রভাষক মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, এই শিক্ষাবর্ষে 'এ' ইউনিটে ১৯৫৫৮, 'বি' ইউনিটে ১১৩৩১, 'সি' ইউনিটে ১৫৪৫২, 'ডি' ইউনিটে ৯৯৪৫, 'ই' ইউনিটে ২১১১৭, 'এফ' ইউনিটে ৮৪৫৩, 'জি' ইউনিটে ৮৫১৩, 'এইচ' ইউনিটে ৮৮২৬ , ও 'আই' ইউনিটে ৭৯৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।

২ নভেম্বর সকাল ১০টা থেকে, 'ডি' ইউনিট, বিকাল ৩টা থেকে 'ই' ইউনিটের পরীক্ষা ও ৩ নভেম্বর সকাল ১০টা থেকে 'এফ' ইউনিট ও বিকাল ৩টা থেকে 'জি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ নভেম্বর সকাল ১০টা থেকে 'সি' ইউনিট ও বিকাল ৩টা থেকে 'এইচ' ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ১০ নভেম্বর সকাল ১০টা থেকে 'আই' ইউনিট, দুপুর ১টা থেকে 'বি' ইউনিট ও বিকাল সাড়ে ৩টা থেকে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ২৭ অক্টোবর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :