ইবির নিয়োগ বাণিজ্যে জড়িত শিক্ষকদের বিচার চায় দুদক

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৮, ২১:১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসের ঘটনায় জড়িত শিক্ষকদের বিচার চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ অসকারীর কাছে পাঠানো এক চিঠিতে জড়িতদের বিরুদ্ধে এ বিচার চাওয়া হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে দুদক।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক নিয়োগ বাণিজ্যের কয়েকটি অডিও ফাঁস হয়। অডিওতে ইসলামের ইতিহাস বিভাগের সাবেক সভাপতি ড. জাহাঙ্গীর হোসেনের সম্মতিতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল চাকরি প্রার্থীর কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে চাকরি প্রদানে ব্যর্থ হওয়ার কথোপকথোন ছিল। পরে এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ২৪২তম সিন্ডিকেট সভার সিন্ধান্ত অনুযায়ী ড. শাহাদৎ হোসেন আজাদ ও ড. বাকী বিল্লাহ বিকুল কে ১৫ কার্য দিবসের মাধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (অনু ও তদন্ত-১) যাচাই-বাছাই কমিটির সদস্য মোসা. মাহফুজা খাতুন স্বাক্ষরিত ওই পত্র অনুযায়ী, ৯ অক্টোবর অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার (স্মারক নং-৮৯১) মাধ্যেমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে লিখিত চিঠি পাঠায় দুদক।

চিঠিতে নিয়োগ বাণিজ্যে জড়িত বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে দুদক। আগামী ৯ নভেম্বর তারিখের মধ্যে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দুদককে অবহিত করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘দুদকের চিঠি পাওয়ার পর প্রাথমিক জাবাব পাঠানো হয়েছে। সিন্ডিকেট সভার সিন্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষকরা এখনো জাবাব দেননি। তবে, জবাব প্রদানের জন্য আরো তিন-চার কার্যদিবস সময় আছে।’

ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :