পঞ্চগড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ২২:৪২ | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৮, ২১:৫২

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ কেড়ে নিল নয় জনের প্রাণ। আরও ২০ জনের মতো আহত হয়ে হাসপাতালে ভর্তি যাদের বেশ কয়েকজনের অবস্থাই আশঙ্কাজনক।

শুক্রবার রাত পৌনে আটটার দিকে উপজেলার ১০ মাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, পঞ্চগড় থেকে একটি বাস তেঁতুলিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়িই। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান আরও চার জন। এই ঘটনায় ওই সড়কে যান চলাচলও বন্ধ ছিল।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সাতমেরা ইউনিয়নের জোত হাসনা এলাকার সাইদুল ইসলামের স্ত্রী লাভলী ও ছেলে ইয়াসিন (৭)।

পঞ্চগড় এবং তেঁতুলিয়া দমকল বাহিনীর দুইটি ইউনিট ও পুলিশসহ স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত কয়েকজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে। হতাহতদের অধিকাংশই ভজনপুর তেঁতুলিয়া ও বাংলাবান্ধা এলাকার বাসিন্দা।

পঞ্চগড় সদর থানার ওসি আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :