উন্নয়নের কনসার্টে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৮, ০০:০৮

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়ন কনসার্ট শিরোনামে আয়োজন হয়ে গেল সংগীতানুষ্ঠান। জনগনের কাছে জোট সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে ধারাবাহিক উন্নয়ন কনসার্টের আয়োজন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় শুক্রবার মোহাম্মদপুর বসিলা রোডে ‘উন্নয়ন কনসার্ট’ এর আয়োজন করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নেতৃত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড জাহাঙ্গীর কবির নানক। কনসার্টের মূল আকর্ষণ ছিলেন সংসদ সদস্য ও ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা, মোহাম্মদপুর নাগরিক কমিটির সদস্যসহ মোহাম্মদপুর, আদাবর, শেরে বাংলা নগর থানার সকল ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।

সন্ধ্যার পর থেকে অনুষ্ঠান শুরু হলেও শুক্রবার বিকেল থেকে স্থানীয়দের ভিড় জমে অনুষ্ঠান প্রাঙ্গণে। অনুষ্ঠানে এক পর্যায়ে ভিডিও প্রদর্শনের মাধ্যমে ২০০৮ সালে জাহাঙ্গীর কবির নানক ক্ষমতা গ্রহণের পর মোহাম্মদপুর, আদাবর, শেরে বাংলা নগরের সমস্যা সমাধানের চিত্র তুলে ধরা হয়। দায়িত্ব গ্রহণের পর তৈরি করেন উন্নয়নের রোল মডেল। অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান, খেলার মাঠ তৈরী, কালভার্ট নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ট্রাষ্ট গঠন সহ নানা কর্মসূচী হাতে নেয়া এবং বাস্তবায়ন করেন। স্বাস্থ্য সেবার দিকে দৃষ্টি দিয়ে সায়াম মেমরিয়াল ট্রাষ্ট গঠন করেন। এছাড়া রায়েরবাজারে দেশের সর্ব বৃহৎ গোরস্তান তৈরিসহ আইন শৃঙ্খলা উন্নয়নে ভুমিকা দেখেছেন সাংসদ এ্যাড জাহাঙ্গীর কবির নানক।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ৩ আলেয়া সারোয়ার ডেইজী, কণ্ঠশিল্পী ইমরান, মিনার, ব্যান্ড দল লালন, মমতাজসহ অন্যান্যরা।

ঢাকাটাইমস/২৬অক্টোবর/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :