কানাডিয়ান ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ০৯:১৬ | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৮, ০৯:১৫

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফল-২০১৮ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির বনানী ক্যাম্পাসে ওরিয়েন্টেশন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

কানাডিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ আরাফাত।

নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিবন্ধক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানী (অব.), স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক উইলিয়াম এইচ ডেরেঞ্জার, ফিন্যান্স ডিরেক্টর রিয়াদুজ্জামান হৃদয়, বিজনেস স্কুলের প্রধান এস এম আরিফুজ্জামান, প্রোগ্রাম অব ফিল্ম অ্যান্ড টিভি’র হেড ও সহযোগী অধ্যাপক ড. নূরুল ইসলাম বাবুল, শিক্ষার্থী ও অভিভাবকরা।

পরে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষ হয়।

ঢাকাটাইমস/২৭অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :