গাজীপুরে দুই বাংলার কবিদের মিলন মেলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৮, ১৫:৫৮

গাজীপুরে শুরু হয়েছে দুই বাংলার কবিদের মিলন মেলা। কবি ও বহুমাত্রিক লেখক প্রয়াত সাযযাদ কাদির প্রবর্তিত বাংলা কবিতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় কবি মেলা। গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় প্রতিষ্ঠিত কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে শনিবার সকালে কবিতা দিবসের উদ্বোধন করেন পশ্চিম বঙ্গের কবি আবদুশ শুকুর খান।

এর আগে অ্যাকাডেমি চত্বরে গ্রন্থমেলা উদ্বোধন করেন ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেলায় কবি সাযযাদ কাদিরের ওপর আলোচনায় করেন নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী।

পরে বাংলাদেশ ও পশ্চিম বাংলার নবীন ও প্রবীণ কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।

ঢাকাটাইমস/২৭অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :