দুই শিশু ধর্ষণের প্রতিবাদ রাজশাহীতে

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৮, ১৭:২৬

গাইবান্ধার সদর উপজেলার চকমরাজপুর গ্রামে রবিদাস সম্প্রদায়ের দুই শিশুকে ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে রবিদাস সম্প্রদায়।

শনিবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রবিদাস সম্প্রদায়ের পক্ষ থেকেই এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর রবিদাস সম্প্রদায় ও আদিবাসী যুব পরিষদের জেলা শাখার আহ্বায়ক উপেন রবিদাস।

বক্তব্য দেন- আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, পাবনা জেলা শাখার সভাপতি মিঠুন রবিদাস প্রমুখ।

এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য দেন- কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, নবজাগরণ ছাত্রসমাজের উপদেষ্টা তামিম সিরাজী, ইয়ুথ অ্যাকশন ফর সোসাল চেঞ্জের (ইয়্যাস) পরিচালক শামীউল আলীম শাওন প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধার একই পরিবারের দুই রবিদাস শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি নুরুন্নবী মিয়া গ্রেপ্তার না হওয়ায় মামলা তুলে নিয়ে মিমাংসার জন্য আসামির পক্ষ থেকে প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। এতে ভুক্তভোগি পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। তাই তারা দ্রুত আসামিকে গ্রেপ্তারের দাবি জানান।

প্রসঙ্গত, গত বুধবার বিকালে গাইবান্ধার চকমরাজপুরে রবিদাস সম্প্রদায়ের একই পরিবারের পাঁচ ও ছয় বছরের দুই শিশুকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। নির্যাতিত শিশু দুটি সম্পর্কে ফুফু ও ভাতিজি। শিশু দুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ আসামি নুরুন্নবী মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/আরআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :