‘দেশে ২১ শতাংশ নারীর মৃত্যু স্তন ক্যানসারে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৮, ২০:৫৫

বাংলাদেশে প্রতি লাখে ২২.৫ জন এবং বিশ্বে প্রতি লাখে ১২৪.৬ জন নারী স্তন ক্যানসারে আক্রান্ত। ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মধ্যে ২১ শতাংশ নারীর মৃত্যুর কারণ স্তন ক্যানসার।

বাংলাদেশে ক্যানসার চিকিৎসার আধুনিকায়নে দক্ষ বিশেষজ্ঞ তৈরি, পরিকল্পনা প্রণয়ন ও প্রতিরোধে সার্ক দেশসমূহসহ অন্যান্য উন্নত বিশ্বের সংশ্লিষ্টদের নিয়ে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেস-২০১৮’-এ এই তথ্য জানানো হয়।

শনিবার ছিল দুই দিনব্যাপী আয়োজনের সমাপনী। রাজধানীর আর্মি গলফ ক্লাব অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা করা হয়।

অঙ্কলজি ক্লাবের আয়োজনে চতুর্থ ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেস-২০১৮’ এ সভাপতিত্ব করেন অঙ্কলজি ক্লাবের সভাপতি প্রফেসর ডা. এম এ হাই। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. এ এম এম শরিফুল আলম।

অনুষ্ঠানে ক্যানসার বিশেষজ্ঞদের নিয়ে আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনী দিনে মোট ২৩ সেশনে বিভক্ত আলোচনা সভায় অংশ নেন দেশের ও বিদেশের চিকিৎসক ও বিশেষজ্ঞরা। ক্যানসার রোগ ও ক্যানসার রোগীদের বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যৎ ভাবনা আলোচনায় উঠে আসে।

বিশ্বের সাতটি দেশ থেকে মোট ২৬ জন চিকিৎসক এই সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে ক্যানসারের নানা দিক তুলে ধরা হয়। এসময় আলোচকরা আশা প্রকাশ করেন, আগামী কয়েক বছরের মধ্যে ক্যানসার নিরাময়ে বিশ্ব আরও এগিয়ে যাবে। সেদিক থেকে পিছিয়ে থাকবে না বাংলাদেশও। ২০ বছর বয়সী নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব হবে। একই সাথে এই বয়সের ক্যানসার আক্রান্ত নারীদের চিকিৎসাব্যবসাও সহজতর হবে, কমবে খরচের পরিমাণ।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

করোনায় ধূমপায়ীদের মৃত্যু হার ৩ গুণ বেশি: গবেষণা

বিদায়ী উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রশ্নে যা বললেন ডা. দীন মোহাম্মদ

বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

এই বিভাগের সব খবর

শিরোনাম :