সিলেটে বিপুল উচ্চ ক্ষমতার বিস্ফোরকসহ আটক ১

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৮, ১৪:০২

সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ একজনকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে উপজেলার কোনাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস এক্সপ্লোসিভ পাওয়ার জেল এবং ১০০ পিস ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. আজাদ আহমদ এ তথ্য জানান। আটক আব্দুল মান্নান (৩৮) জকিগঞ্জ উপজেলার দিঘলী গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে।

রবিবার দুপুরে সিলেট র‌্যাব-৯ সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক জানান,

উদ্ধারকৃত বিস্ফোরকগুলো ভারত থেকে আনা হয়েছে। বিস্ফোরকগুলো এতই উচ্চক্ষমতা সম্পন্ন যে এগুলো ব্যবহার করে দুই থেকে তিন তলার স্থাপনাকেও পুরোপুরি গুড়িয়ে দেয়া সম্ভব।

আগামী নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এগুলো ভারত থেকে বাংলাদেশে আনা হতে পারে বলে ধারণা করছে র‌্যাব।

এছাড়া বিভিন্ন জঙ্গি কার্যক্রমেও এ ধরনের বিস্ফোরক ব্যবহার হয় বলে জানিয়েছেন র‌্যাব অধিনায়ক।

তিনি আরও জানান, আটক মান্নান মূলত চোরাকারবারি। তারা ভারত থেকে এগুলো নিয়ে এসে দেশে বিভিন্নজনের কাছে বিক্রি করে। র‌্যাব বিস্ফোরক দ্রব্যগুলো ক্রেতাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক মান্নান জানিয়েছেন, বিস্ফোরকগুলো মূলত সীমান্তবর্তী এলাকার কয়লা খনি সমূহে ব্যবহৃত হয়। এই বিস্ফোরক চালান মেঘালয় রাজ্যের বিভিন্ন কয়লা খনিতে কর্মরত কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারির মাধ্যমে বাংলাদেশে এসেছে।

ঢাকাটাইমস/২৮অক্টোবর/এমএ/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :