স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৪:৩৬ | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৮, ১৪:৩১

ভালোবাসা সার্বজনীন। সব পেশার মানুষেরই একটা ভালোবাসার গল্প থাকে, প্রিয় মানুষটির কাছে আসার গল্প, থাকে সম্পর্কের টানাপোড়েনেরও গল্প। এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আউটসোর্সিং ও ভালবাসার গল্প’।

চলচ্চিত্রটির পরিচালক মাবরুর রশীদ জানান, এই চলচ্চিত্রের প্রধান চরিত্র মাহাবুব। তিনি খুব স্বাধীনচেতা যুবক। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা ছেলেটি শুধুমাত্র নিজের পরিশ্রম ও বুদ্ধিমত্তার জোরে সফলতা অর্জন করতে চায়। সবাই যখন চাকরির পেছনে ছুটছে, মাহাবুব তখন ফ্রিল্যান্সিং-কে পেশা হিসেবে বেছে নেন। দিন-রাত পরিশ্রম করা মাহাবুবের সঙ্গে তার কাছের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়। শুরু হয় প্রেমিকা রাইসার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। তবু কাজের প্রতি সম্মান ও একাগ্রতা নিয়ে এগিয়ে যায় মাহাবুব। এগিয়ে যায় চলচ্চিত্রটির গল্প।

রাহিতুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প।’ চলচ্চিত্রটির চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই। গত ১৩ অক্টোবর ঢাকায় চলচ্চিত্রটির শুটিং হয়। উপন্যাসের নামেই ছবির নাম রাখা হয়েছে। গল্পে মাহাবুব চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও রাইসা চরিত্রে তানজিন তিশা।

চলচ্চিত্রটি নিয়ে তানজিন তিশা বলেন, ‘এই কাজটি করে আমার খুবই ভালো লেগেছে। মাত্র দুটি দৃশ্যেই ছবির গল্প শেষ। কিন্তু তথ্যনির্ভর।’

আউটসোর্সিং ও ভালোবাসার গল্প উপন্যাসের লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়ে অনেক তরুণই নিজের ভাগ্য বদলেছেন। কিন্তু এ পেশার সামাজিক স্বীকৃতি নেই এখনো। চলচ্চিত্রটি মাহাবুব নামের একজন ফ্রিল্যান্সারের জীবন থেকে নেয়া। আশা করি সবার ভালো লাগবে।’

‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ‘ধ্রুব টিভি’ ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন...

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :