পোস্তগোলার ঘটনায় পুলিশের মামলা, আসামি ৫০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৮, ১৭:৫০

রাজধানীর পোস্তগোলা এলাকায় গত শুক্রবারের পুলিশ-পরিবহন শ্রমিক সংঘর্ষের ঘটনায় চার থেকে পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান ঢাকাটাইমসকে বলেন, ‘থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম তালুকদার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার থেকে পাঁচশ’জনকে আসামি করা হয়েছে।’

তবে মামলার অভিযোগে উপ-পরিদর্শক আশরাফুল আলম তালুকদার কী বলেছেন, সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক অপারেশন আরাফাত হোসেন। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘এখনো এজাহার দেখার সুযোগ হয়নি। এ ব্যাপারে পরে বিস্তারিত বলতে পারব।’

গত শুক্রবার সকাল সোয়া দশটার দিকে কেরানীগঞ্জে বাংলাদেশ-চীন মৈত্রী প্রথম বুড়িগঙ্গা সেতু টোলমুক্ত করার দাবিতে আন্দোলনরত ট্রাকচালক-শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক সোহেল। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ১০ জন।

গত ২১ অক্টোবর এ আলম এন্টারপ্রাইজ সেতুটির ইজারা নেয়। পরদিন ২২ অক্টোবর টোলমুক্ত যাতায়াতের দাবি জানিয়ে আন্দোলন করেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। দাবি মেনে নিয়ে ইজারাদার ২৩ অক্টোবর থেকে সিএনজি চালিত অটোরিকশার জন্য সেতুটি টোলমুক্ত কওে দেয়। এরপর ২৫ অক্টোবর দুপুর থেকে টোলমুক্ত করার দাবি জানিয়ে আন্দোলনে নামেন ট্রাকচালক ও শ্রমিকেরাও। তাদের অভিযোগ, আগে ৩৫ টাকা করে টোল দিতে হতো, নতুন ইজারাদার সেটা বাড়িয়ে ২৪০ টাকা করেছে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এএ/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :