কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৮, ২০:৫৪

মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর মুক্তিযোদ্ধারা। রবিবার বিকাল ৩টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজন করে।

মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আবদুল মান্নান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, হাবলুল মতিন, আলতাফ হোসেন, শুকুর উদ্দিন, আবদুস সামাদ, আতাউর রহমান প্রমুখ।

তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানে ও কল্যাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে কোটা পদ্ধতি চালু করেছিলেন। তবে স্বাধীনতার বিপক্ষের শক্তি আজ এই কোটা বাতিল করতে ষড়যন্ত্র করছে। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মানববন্ধন থেকে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/আরআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :