চট্টগ্রামের জেলার সোহেল রানার দুই দিনের রিমান্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৮, ১৯:২১

কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ টাকা ও ফেনসিডিলসহ আটক চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাসের (৪২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার সোহেল রানাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আব্দুল মজিদের নেতৃত্বে ভৈরব জংশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করেন। এ সময় প্রায় ৪ কোটি টাকার চেক, এফডিআর, নগদ টাকা ও ফেনসিডিল জব্দ করা হয় তার কাছ থেকে।

পরে আসামির বিরুদ্ধে ভৈরব জিআরপি থানায় মানি লন্ডারিং ও মাদকের পৃথক দুইটি মামলা করা হয়। মাদকের মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক ইকবাল মাহমুদ। আর মানি লন্ডারিংয়ের মামলার তদন্ত করবে দুদক।

ঢাকাটাইমস/২৯অক্টোবর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :