‘চাপ সৃষ্টি করে দাবি আদায় করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৮, ২৩:০৯

আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেছেন, ‘আমার কাছে মনে হয় আওয়ামী লীগ কোনো চাপ না পেলে কোনো কিছুই করবে না। কতটা দাবি আদায় হবে তা নির্ভর করছে জাতীয় ঐক্যফ্রন্টের চাপের উপরে। এই চাপটা হচ্ছে তাদের আন্দোলন, রাজনৈতিক বা বিদেশিদের চাপ। এমনিতে আওয়ামী লীগের ভেতরেই কিছু চাপ রয়েছে।’

গতকাল রবিবার রাতে চ্যানেল আইয়ের টকশো তৃতীয়মাত্রায় সাংবাদিক জিল্লুর রহমান প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। গণ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা জাফরুল্লাহ চৌধুরীও টকশোটিতে অংশ নেন।

নাঈমুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগের ভেতরেই কিছু চাপ রয়েছে। সরকারের ওপরে চাপ সৃষ্টি করার মতো তেমন কোনো ক্ষমতা বিরোধীদের নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলার দরকার, সেই কথা বলছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী আর রিজভীর যে কথা বলার দরকার, সেই কথা বলছেন মাহমুদুর রহমান মান্না। যাদের আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড রয়েছে। যদিও ঐক্যফ্রন্টের সফলতা রয়েছে।’

‘জাফরুল্লাহর কারণে কিছু মেয়েকে বিপদগ্রস্ত হতে হয়েছে। একজন নারীর কারণে ব্যারিস্টার মইনুলকে কারাগারে যেতে হয়েছে’- উপস্থাপক জিল্লুর রহমানের এমন প্রশ্নের জবাবে নাঈমুল ইসলাম খান বলেন, ‘কোনো কোনো প্রতিবাদ অনুকূল পরিবেশের কারণে বিরোধী দলীয় হয় আবার সরকার দলীয়ও হয়। এসবকে চাপ বলে না। রাজনীতি বা সাংবাদিকতা আরামে হয় না। বিরোধী দলের কথা বলার সুযোগ নেই- এটা আমার কাছে অবাক লাগে। মেয়েদের উত্ত্যক্ত করা হলো, র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের হাত ভেঙে দেওয়া হয়েছে, এর প্রতিবাদে কেন কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া হলো না। এতে আমার মনে হচ্ছে না যে, সরকারের ওপরে তারা কোনো চাপ সৃষ্টি করতে পারছে। বিশ্ব পরিস্থিতিটাও কিছুটা আওয়ামী লীগের অনুকূলে রয়েছে।’

উপস্থাপকের প্রশ্নের জবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি সব সময় আশাবাদী মানুষ। মইনুল হোসেনের কথাটা কোনো বুদ্ধিমান মানুষ আনবেন না। মইনুল হোসেন মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেছেন। চরিত্রহীন বলতে আমরা বুঝি ক্যারেকটারলেস। চরিত্রহীন বলতে শরীর বিক্রি করা বোঝায় না। বাংলাদেশে একজন নারীকে এই কথাটি বলা হয়তো ঠিক হয়নি। তারপরেও মইনুল তার কাছে ক্ষমা চেয়েছেন। মইনুল বরিশালের মানুষ, একটু রগচটা মানুষ। তিনি সংবাদ সম্মেলনও করতে চেয়েছেন। তারপরেও মানহানির মামলা হয়েছে। যে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা হয় না, তারপরেও হয়েছে।’

‘আজকে ২০০ কোটি টাকার মামলা করলেও এক টাকার কোর্ট ফি দিতে হয় না। ১৯৮৪ সালে দৈনিক সংবাদ পত্রিকা আমাদের বিরুদ্ধে একটি খারাপ নিউজ করেছিল। আমরা প্রতিবাদ করেছিলাম। পরে আমাদের ওখানে হামলা হয়েছিল। আলমগীর নামের একজন শ্রমিক নেতা ছিলেন, তারা আমার ওখানে হামলা করেছিলেন। আমার ওখানে ৬১ জন মেয়ে আহত হন। তখন শেখ হাসিনা ফরিদপুরে যাচ্ছিলেন। তিনি বললেন, কী হচ্ছে এখানে? এই ঘটনায় দুইটি মামলা হতে পারে। কিন্তু এখন কী হচ্ছে? মইনুল আমাকে ফোন করেছিলেন। বলেছিলেন, কামাল আমার জন্য কিছু করবেন না? পরে আমি কামাল হোসেনের বাড়ি গেলাম।’

তারেককে ধ্বংস করার জন্য কামালকে আনা হয়েছে- এমন প্রশ্নের জবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘না এটা সম্ভব নয়। আমরা তারেককে অনেক স্নেহ করি।’

‘মাসুদা ভাট্টির বিয়ে প্রসঙ্গ আনলেন। কোথায় তার পাকিস্তানির প্রতি প্রেম দেখলেন’- এমন প্রশ্নের জবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, তসলিমা নাসরিন তার প্রসঙ্গে কী লিখেছেন? এই প্রসঙ্গে আর না যাওয়াই ভালো। মইনুল আমার ছোট বেলার বন্ধু। তিনি মাটিতে শোন না। তিনি সোনার চামচ মুখে নিয়ে না জন্ম নিলেও মানিক মিয়ার রক্ত তার শরীরে।’

নাঈমুল ইসলাম খান বলেন, ‘মইনুলের উচিৎ ছিল, সংবাদ সম্মেলন করা। এতে তার সুবিধা হত। রাজনীতি কিন্তু এমন বিষয় নয়। রাজনীতি সবকিছু মিলিয়ে। আজকে গণস্বাস্থ্য কেন্দ্রে যে হামলা হয়েছে, বিএনপি ক্ষমতায় আসার পর গণস্বাস্থ্যের উপরে কি করেছিলেন জাফরুল্লাহ ভাই, আপনার নিশ্চয় মনে আছে? আমি জানি না মইনুল মাটিতে ঘুমাচ্ছেন। এটা যদি হয় তাহলে খুবই খারাপ হচ্ছে। তবে আপনাদের রাজনীতি ঐক্যফ্রন্ট গঠনের কারণে অনেক ভালোই হবে। আমার কাছে ভালোই লাগছে, নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যফ্রন্ট তৈরির কারণে আমাদের অনেক কিছুই ভালো হবে। ’

রাজনীতির মেরুকরণে ঐক্যফ্রন্ট কতদুর যেতে পারবে- সাংবাদিক নাইমুল ইসলাম খানের এমন প্রশ্নের জবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখানে প্রধানই হলেন প্রধানমন্ত্রী। কারণ, মূল কম্পাসটি হলো তার হাতে। তিনি যা বলেন, তা যদি বিশ^াস করেন, তাহলেই হবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না, তোমরা ভোট দিলে ক্ষমতায় নয়তো না। আমি কয়েকদিনের ঘটনার বর্ণনা দিতে চাই। আমার নামে মাছ চুরি, ফল চুরির মামলা হচ্ছে। আমি মরার পরেও আমার শরীরটি কিন্তু এনাটমি জমি দখল করবেন না। অথচ আমার বিরুদ্ধে জমি দখলের মামলা, চাঁদাবাজির মামলা হচ্ছে। আমাদের যে ঐক্যটা হয়েছে, এতে বাংলাদেশের গুণগত পরিবর্তন আনবে।’

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এএ/এআর)

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :