থাগস অব হিন্দুস্তান: ইতিহাস চিত্রায়ণের এক দুঃসাহসী প্রকল্প

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৮, ১৪:৪০

ঘনিয়ে আসছে থাগস অব হিদুস্তান সিনেমার মুক্তির দিন। সেই সাথে রয়েছে এটিকে ঘিরে নানামুখী আলোচনা সমালোচনা। এর মধ্যে একটি আলোচনা আবর্তিত হচ্ছে অমিতাভ বচ্চনের চরিত্র খোদাবক্স ঘিরে। ছবির গল্প ১৮০০ সালের, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান এবং এর ফলে ভারতবর্ষে তাদের শাসনের শুরু। এখন এই সময়ে এসে ১৮০০ সালের পটভূমিতে চলচ্চিত্র তৈরি সহজ ব্যাপার নয়, বিশেষ করে ছবির পাত্রপাত্রীর পোশাক-আশাককে তখনকার সময়োপযোগী করা। আর এ দুরূহ চ্যালেঞ্জটি ছিল পোশাক পরিকল্পক রুশি শর্মা আর মানসী নাথের কাঁধে। তবে শুধু ঔপনিবেশিক আমলকে পোশাকে ফুটিয়ে তোলা নয়, কাহিনীর প্রয়োজনে পোশাকে নানা বৈচিত্র্যও যোগ করতে হয়েছে, কল্পকাহিনীর চাহিদামাফিক।

বিগ বি অমিতাভ বচ্চন এ ছবিতে এক সাহসী বীরযোদ্ধা, যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়ছেন। অমিতাভের পোশাকেও তাই চাহিদা ছিল তার সাহস, পরাক্রমের ছাপ যেন থাকে। পোশাক পরিকল্পকদ্বয় তাই ধুতির সঙ্গে বিগ বির পোশাকে ঝালরঅলা পিরানে যোগ করা হয়েছে চামড়া আর ধাতব বর্ম। ‘এ চরিত্রের বৈপরীত্যপূর্ণ ব্যক্তিত্ব। সে একই সঙ্গে যোদ্ধা, আবার তার হূদয় এক কৃষকের। যে কারণে তাকে আমরা দিয়েছি কোর্তা আর ধুতি। সুতির সঙ্গে লিনেনের পাড়, মলমলের ঝালর; যাতে একে নরম দেখায়, তার ওপর চাপানো হয়েছে শক্ত বর্ম, যা অমিতাভজিকে দুর্র্ধষ যোদ্ধার চেহারা দেবে’Í এ ব্যাখ্যা দুই পোশাক পরিকল্পকের।

অন্যদিকে পোশাকের বাহুল্য নিয়ে সাগরে খোলা জাহাজের ডেকে বৃষ্টির মধ্যে ভেজা কাপড়ে অভিনয় করা ছবির পাত্র-পাত্রীদের জন্য সহজ ছিল না। কিন্তু বিগ দুর্র্ধষ সাজে সব বাধা অতিক্রম করে গেছেন।

পোশাক নিয়ে অমিতাভ বলেছেন, ‘এ পোশাক তৈরিতে দীর্ঘ সময় ও মাথা খাটিয়েছেন ডিজাইনাররা। অনেক দৃশ্যে আমাকে অভিনয় করতে হয়েছে বর্ম পরে; যেখানে বৃষ্টি হচ্ছে, না হয় সাগরের লোনা পানি এসে ভিজিয়ে দিচ্ছে। পানি পেলে চামড়া ভিজে ফুলে ওঠে আর ভারী হয়ে যায়, তখন মনে হয় লোহার বর্মই পরে আছি। এত ওজনের পোশাক পরে অভিনয় করা কষ্টসাধ্য ছিল। কিন্তু ছবির স্বার্থে চরিত্রের স্বার্থে যেকোনো অভিনেতাকেই এটা মেনে নিতে হবে।’

আমির খানের চরিত্রের নাম ফিরাঙ্গি, এ ছবির আরেক কেন্দ্রীয় চরিত্র। ৮ নভেম্বর এ ছবির মুক্তির তারিখ নির্ধারিত আছে। আমিরের চেহারা-সুরত বিগ বির সম্পূর্ণ বিপরীত বা মিল দুরস্ত। ফিরাঙ্গি ভাঁড়ামোপূর্ণ ও বাকচাতুর্যের এক চরিত্র। ফলে এ চরিত্রের পোশাক বানাতে ভালোই গলদ্ঘর্ম হতে হয়েছে পোশাক পরিকল্পক দুজনকে। আমির জানান, ‘মাথার হ্যাট, রোদচশমা, জুতো কিংবা জ্যাকেট, সবই ভিন্ন রকম।’

আমিরের এ বক্তব্যের সঙ্গে রুশি আর মানসী আরো যোগ করেন, ‘নানা সময়ে নানাজনের সঙ্গে দেখা হয়েছে এ চরিত্রের। তাদের সবার কিছু না কিছু চুরি করে নিজের মধ্যে আত্মস্থ করেছে চরিত্রটি। ফলে এটা একটা নানা ব্যক্তিত্বের মিশ্রণে গড়ে ওঠা মানুষ। তিনি মাথায় হ্যাট পরেন, বিদেশী মদ খান। লম্বা টেইলকোটের ওপর সবুজ পাথর বসানো, যা আসলে রঙ পাল্টাতে উস্তাদ গিরগিটির মতো। আর বাড়ির মহিলাদের ব্যবহূত কাপড়ের গোপন তোড়ার মতো থলে ঝোলে তার কোমরে, যাতে গোঁজা থাকে তার প্রিয়, প্রায় খেলনাসদৃশ টিন্টের রোদচশমা, পায়ে তার বেঢপ দুই সাইজের দুই জুতো, সঙ্গে আরেকটা জিনিস সবসময় বহন করে সে, একটি নকশাদার পানির মশক।’

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :