মির্জাপুরে সাংস্কৃতিক উৎসবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২২:৫৮ | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৮, ২১:৩০

টাঙ্গাইলের মির্জাপুরে সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি বের হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানাভাবে দেশীয় সংস্কৃতির মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড উপস্থাপন করেন।

উপজেলা পরিষদ চত্বরে দুটি স্টলে উন্নয়ন চিত্র তুলে ধরারও ব্যবস্থা করা হয়।

উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন প্রমুখ।

পরে বিকেলে উপজেলা পরিষদ চত্বরের মুক্তির মঞ্চে স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চ্যানেল আইয়ের শিল্পিরা সংগীত পরিবেশন করেন।

ঢাকাটাইমস/৩০অক্টোবর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :