লালমনিরহাটে অস্ত্রসহ সাত জঙ্গি গ্রেপ্তার

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৮, ১৩:৪৭

লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলা থেকে পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ সাত জঙ্গিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। তারা আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবির সাত সদস্য বলে র‌্যাব দাবি করেছে। তাদের নামে পৃথক মামলা হয়েছে। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, ৩০ অক্টোবর রাতে লালমনিরহাটের কালীগঞ্জের ভোটমারী এলাকায় মুসরাত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংল টিমের আঞ্চলিক সমন্বয়কারী হাসান আলী লাল, কেন্দ্রীয় সুরা সদস্য আসমত আলী লালটু, সামরিক শাখার সদস্য শাফিউল ইসলাম সাদ্দাম, আবু নাইম মিস্টার, আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় ২টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি বিস্ফোরক, বোমা তৈরির উপকরণ এবং বই ও লিফলেট উদ্ধার করা হয়।

একই জেলার পাটগ্রাম থেকে জেএমবির তমিজুল ইসলাম ও সুন্নাহ ইসলামকে গ্রেপ্তার করা হয়।

রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, ‘রংপুর বিভাগের বিভিন্ন জেলায় এর নাশকতার পরিকল্পনা করছিলেন গ্রেপ্তারকৃতরা। বিশেষ করে নির্বাচনকে ঘিরে তারা নাশকতার পরিকল্পনা করছিলো। আমারা পরিকল্পনা আমরা নষ্ট করে দিয়েছি। তাদের নামে থানায় মামলা হয়ছে।’

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/আরআইআর/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :