কালকিনিতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৮, ১৬:৩৪

মাদারীপুরের কালকিনিতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকালে নবজাতকের মুত্যৃ হয়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগীরা জানায়, কালকিনির পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার পশ্চিম সমসিন গ্রামের সাইফুল ফকিরের স্ত্রী মিনারা বেগমকে ভোর ৬টার দিকে কালকিনি পৌর এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের ‘আলাউদ্দিন ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তার সিজার করেন ওই ক্লিনিকের চিকিৎসক এনামুল হক। এ সময় নবজাতকের মুখে প্রচণ্ড আঘাত লাগে। এতে করে ওই সময়ই নবজাতকের মৃত্যু হয়।

মিনারা বেগমের স্বামী সাইফুল ফকির অভিযোগ করেন, ‘চিকিৎসক এনামুল আমার স্ত্রীর সিজার করার সময় আমার বাচ্চার মুখমণ্ডলে আঘাত লাগে। এতে সে মারা যায়। আমরা চিকিৎসকের বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক এনামুল হক বলেন, ‘ওই নবজাতকের জন্মগত ত্রুটি ছিল। শ্বাসকষ্টও ছিল। এ কারণে নবজাতক মারা গেছে।’

আলাউদ্দিন ক্লিনিকের পরিচালক মজিবর রহমান বলেন, ‘ওই নবজাতক প্রতিবন্ধী ছিল। তাই মারা গেছে।

জানতে চাইলে কালকিনি থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, ‘ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :