সাফে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৬:৪৮ | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৮, ১৩:৩৬

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় হওয়া ম্যাচটিতে পেনাল্টি শুট আউটে ভারতকে ৪-২ গোলে হারিয়েছে বাংলার কিশোররা।

এদিন ম্যাচের ১৭তম মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারতীয় মিডফিল্ডার পাত্রে হার্শ শৈলাসের দূরপাল্লার শট ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় মেহেদী হাসানরা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সফল স্পট কিকে বাংলাদেশকে সমতায় ফেরান আশিকুর রহমান। যার ফলে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে যায় বাংলাদেশের ছেলেরা।

প্রতিযোগিতায় মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু বাংলাদেশের। পরের ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে দশজনের দল নিয়েও লাল-সবুজের প্রতিনিধিরা ২-১ গোলের জয়ে এ-গ্রুপের চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগমী ৩রা নভেম্বর(শনিবার)।

(ঢাকাটাইমস/১ নভেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :