রাজশাহীতে তিন দিনের ইজতেমা শুরু

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৮, ১৬:২৫

রাজশাহী মহানগরীর শাহমখদুম (রহ.) ঈদগাহে তাবলীগ জামাতের তিন দিনের আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ইজতেমায় সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য তুষার আহমেদ বলেন, ইজতেমায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরাম এবং মুরব্বিরা ইজতেমায় ইসলাম ও কোরআনের আলোকে বয়ান করছেন। প্রতিদিন আলোচনা করে মজলিসের বক্তা নির্ধারণ করা হবে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, ইজতেমা উপলক্ষে এরই মধ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে শাহমখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আছে অস্থায়ী পুলিশ ক্যাম্প।

প্রবেশ মুখে আছে আর্চওয়ে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে সবাইকে তল্লাশি করে ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এছাড়া সাদা পোশাকে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও ইজতেমার আশপাশে দায়িত্ব পালন করছেন। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ হবে বলেও আশা করেন পুলিশের এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/০১নভেম্বর/আরআর/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :