মেয়র লোকমান হত্যার সাত বছর, নরসিংদীতে নানা কর্মসূচি

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৮, ১৬:৩৭

নরসিংদীতে পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যার সপ্তম বার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এ উপলক্ষে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে মিলাদ, দোয়া, গণভোজের আয়োজন করা হয়।

সকালে পৌর কবরস্থানে নিহত মেয়রের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম।

এছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান, প্রয়াত মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

২০১১ সালের ১ নভেম্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নরসিংদীর তৎকালীন পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।

(ঢাকাটাইমস/১অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :