শাবিতে নতুন দুই এসি বাসের উদ্বোধন

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৮, ১৮:৫৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য দুটি নতুন শীতাতাপ নিয়ন্ত্রিত বাস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে বাস দুটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্র আধুনিকায়ণের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসা হবে। সামনে শিক্ষকদের জন্য আরও দুটি শীতাতাপ নিয়ন্ত্রিত বাস এবং শিক্ষার্থীদের জন্য পাঁচটি সাধারণ বাস সংযোজন করা হবে। সেই সঙ্গে বিআরটিসি বাস কমিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস বৃদ্ধি করা হবে।’

এসময় বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম, শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদসহ বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০১ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :