গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ গৃহকর্তা কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৮, ২০:৩৮

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে গৃহকর্মী নির্যাতনের মামলায় এক গৃহকর্তা ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন- মোস্তাকিম শরীফ (৩২) ও জান্নাতুল নাইমা (২৫)।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই নাসির উদ্দিন তুহিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

জানা যায়, রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী প্রজেক্টের ই-ব্লকের ৮/এ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলা থেকে গত ৩১ অক্টোবর গৃহকর্মী হাওয়া (১৪)কে উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে ওই কিশোরী গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারের পর গৃহকর্তা মোস্তাকিম শরীফ ও তার স্ত্রী জান্নাতুল নাইমাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, ভিকটিম হাওয়া বেগম (১৪)কে উদ্ধারের সময় তার পিঠের নিচে কোমরে, কাঁধের ডান পাশে, ডান পায়ের হাঁটুর নিচে, চোখ ও মুখিসহ যখমের চিহ্ন পাওয়া গেছে।

আসামিরা চলতি বছর ১ জুলাই সকাল ১০টা হতে ৩১ আক্টোবর পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে তাকে তাদের বাসায় আটক রেখে লোহার খুন্তি ও রড গরম করে ছ্যাকা দিয়ে এবং মারধর করে গুরুতর যখম করেন।

গৃহকর্মী হাওয়া বেগমের বাবার নাম শনু মিয়া। তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার নগরচড়ায়।

ঢাকাটাইমস/০১নভেম্বর/জেআর/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :