ভারত থেকে এলো ২৫ লাখ পাঠ্যবই

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৫:২৫ | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৮, ১০:২২

প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের জন্য ২৫লাখ পাঠ্যবই ভারত থেকে ছাপিয়ে বেনাপোল বন্দর দিয়ে দেশে আনা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ২৫টি ট্রাকে এসব বই বাংলাদেশে আনা হয়। বন্দরের ২ নম্বর শেডে ভারতে ছাপানো বই ভারতীয় ট্রাক থেকে বন্দরে আনলোড করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উওম চাকমা জানান, ঢাকার ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক এই বইগুলো এনেছে। ভারতের কৃষ্ণা ট্রেডার্স, কোলকাতা বইগুলো ছাপিয়েছে।

বইয়ের ঘোষিত আমদানি মূল্য ৭ লাখ ৫৮ হাজার ৫০০ মার্কিন ডলার। বইয়ের ওজন ৫০৮ মেট্রিক টন ৩০২ কেজি। ১৩ হাজার ২৫০ বান্ডেলে প্রাথমিকের ২৫ লাখ বই আমদানি করা হয়েছে।

বই সরবরাহের দায়িত্বে নিয়োজিত বেনাপোলের ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্ত্বাধিকারী আজিম উদ্দিন গাজী বলেন, ভারত থেকে আরও বই আমদানি হবে বেনাপোল বন্দর দিয়ে। কয়েক দফায় ছাপিয়ে আনা এসব বই ৩ নভেম্বর বন্দর থেকে খালাস শুরু হবে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তবে কাস্টমস ও বন্দরের সকল আনষ্ঠানিকতা শেষে বই বন্দর থেকে খালাস হবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

ঢাকাটাইমস/০২নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :