মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা দলে লামেলা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১০:২৯ | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৮, ১০:২৬

মেক্সিকোর বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ সামনে রেখে ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এই দলে ফিরেছেন উইঙ্গার এরিক লামেলা। ক্লাব ফুটবলে তিনি ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলেন। এরিক লামেলা আর্জেন্টিনার হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০১৬ সালে। বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ ড্র করেছিল আর্জেন্টিনা।

সবকিছু ঠিকঠাক থাকলে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরতে পারেন এরিক লামেলা। তিনি আর্জেন্টিনার হয়ে এখন পযন্ত ২৩টি ম্যাচ খেলেছেন। চলতি মৌসুমে টটেনহ্য্যাম হটস্পারের হয়ে ১০ ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন লামেলা। আর্জেন্টিনার এই দলে নেই লিওনেল মেসি, সার্জি আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন ও অ্যাঙ্গেল ডি মারিয়ার মতো তারকা খেলোয়াড়রা।

ল্যাটিন আমেরিকার ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা প্রতিপক্ষ মেক্সিকোর বিপক্ষে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। আগামী ১৭ নভেম্বর কর্ডোবায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মেনডোজায় দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর।

আর্জেন্টিনার পূর্ণাঙ্গ স্কোয়াড:

অগাস্টিন মার্সেচিন, সার্জিও রোমেরো, গেরোনিমো রুলি; হুয়ান ফয়থ, রামিরো ফিউনস মরি, ওয়াল্টার কানেম্যান, এমানুয়েল মামানা, গ্যাব্রিয়েল মের্কাদো, নিকোলাস ওতামেন্ডি, জার্মান পেজেলা, রেনজো সারাভিয়া, নিকোলাস তাগলিয়াফিসো; মার্কোস অ্যাকুনা, সান্টিয়াগো অ্যাসকাকিবার, রদ্রিগো বাত্তাগলিয়া, ফ্রাঙ্কো কার্ভি, রদ্রিগো ডি পল, এরিক লামেলা, গিওভানি লো সেলসো, ম্যাক্সিমিলিয়ানো মেজা, লিন্দ্রো প্যারেডেস, রবার্তো পেরেইরা, এদুয়ার্দো স্যালভিও, ফ্রাঙ্কো ভ্যাজকুয়েজ, মাতিয়াস জারাচো; অ্যাঞ্জেল কোরেয়া, পাওলো দিবালা, মাওরো ইকার্দি, লাউতারো মার্টিনেজ, গিওভান্নি সিমিওনে।

(ঢাকাটাইমস/২ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :