সিরাজগঞ্জে ইউপিতে পেট্রল বোমা নিক্ষেপ

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ১৫:১৬

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

সয়দাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীদুল ইসলাম বলেন, পরিষদের বারান্দায় কয়েকজন জেলে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে পেট্রল বোমা মেরে পালিয়ে যায়। বোমার শব্দে জেলেরা সেখান থেকে ভয়ে পালিয়ে যায় এবং  বিষয়টি আমাকে জানান।

এ ঘটনায় গ্রাম আদালতের কিছু গুরুত্ব¡পূর্ণ কাগজপত্র ও চেয়ার, টেবিল এবং পর্দার কাপড় পুড়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মাদ রায়হান ঘটনাস্থল পরির্দশন করেছেন।

ঢাকাটাইমস/০২নভেম্বর/প্রতিনিধি/ওআর