টাকা ফেরত পাচ্ছেন ভর্তি পরীক্ষায় বাদ পড়া শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৮, ১৭:১৯

২০১৮-১৯ শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা যারা দেয়ার সুযোগ পাচ্ছেন না, তাদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ¯œাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব আবেদনকারী ফি জমা দিয়েছেন, কিন্তু জিপিএ ৯.৪২ এর কম থাকায় ভর্তি পরীক্ষায় অংশ নিতে সুযোগ পাননি তাদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৭০০ টাকা থেকে প্রসেসিং ফি-এর ২০০ টাকা রেখে অবশিষ্ট ৫০০ টাকা ফেরত দেয়া হবে। এজন্য শিক্ষার্থীদের ৩০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগ ইন করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে একটি রকেট নাম্বার দিতে হবে। পরবর্তীতে ওই রকেট নাম্বারে ৫০০ টাকা ফেরত দেয়া হবে।

বাকৃবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আবেদন করেন। প্রতিবছরের ন্যায় ২০ হাজার জনের মধ্যে মেধার ভিত্তিতে আসন সংখ্যার দশগুণ মোট ১২ হাজার ৩০০ জন আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। ভর্তি পরীক্ষা হবে ১০ নভেম্বর।

(ঢাকাটাইমস/২নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :