চট্টগ্রামে অভিযানের সময় শিবির কার্যালয়ে বিস্ফোরণ

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ২০:৪২ | আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ২২:২৯

ব্যুরো প্রধান, চট্টগ্রাম

বন্দরনগরী চট্টগ্রামের চকবাজারে পুলিশের ব্লক রেইড চলার সময় পরপর চারটি বিস্ফোরণ হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিসি রোডের একটি চারতলা ভবনে ওই ঘটনা ঘটে। এই ভবনটির চারতলায় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের কার্যালয়। আইনশৃঙ্খলা বাহিনী ওই ভবন ঘিরে রেখেছে।

পুলিশ জানায়, ব্লক রেড দেয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর শিবির  চারতলা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে শিবির কার্যালয় ঘিরে ফেলা হয়।

নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান জানান, বিস্ফোরণের শব্দ শুনে সেগুলো বোমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্সও ডাকা হয়েছে।

চকবাজার থানার ওসি নিজামউদ্দিন জানান, শনিবার সন্ধ্যার পর চন্দনপুরা এলাকা সংলগ্ন ‘আর ইসরা’নামের ভবনের আশপাশের এলাকায় ব্লক রেইড দেয় পুলিশ। এই সময় সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকাটাইমস/০৩নভেম্বর/ডিএম