‘১৫ আগস্ট ও ২১ আগস্টের হামলা একইসূত্রে গাঁথা’

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৮, ২১:৪২

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা এবং ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যার উপর গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা, এগুলো একই সূত্রে গাঁথা।

শনিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় জেলহত্যা দিবসে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, পঁচাত্তরের এই দিনে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। দেশে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। সেদিন আমিও জেলে ছিলাম। আল্লাহর অশেষ রহমতে বেঁচে যাই। ৩ নভেম্বরের ঘটনা বিবরণ দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে যান তিনি। মন্ত্রী বলেন, আজকের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী নির্বাচনে নৌকায় জয় নিশ্চিত করতে হবে।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :