ফিফা ও উয়েফার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্পোর্টস ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৮, ১০:০০

ফের বিতর্কের বেড়াজালে ফিফা ও ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। সম্প্রতি এক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে ফুটবল লিকস্ নামে একটি সংস্থা। যে রিপোর্টে বলা হয়েছে, আর্থিক অনিয়ম ধামাচাপা দিতে পিএসজি ও ম্যাঞ্চেস্টার সিটিকে সহায়তা করেছিল উয়েফা।

গত আট মাসেরও বেশি সময় ধরে আশিজন সাংবাদিক সাত কোটির বেশি তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে এই রিপোর্ট তৈরি করেছেন। রিপোর্টের এক জায়গায় বলা হয়েছে, ‘মিশেল প্লাতিনি ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোর নেতৃত্বে ইউরোপের দুই ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি ও পিএসজির আর্থিক অস্বচ্ছতা ঢাকতে সাহায্য করা হয়েছিল। যার পিছনে ছিল রাজনৈতিক কারণও। যদি শাস্তি পেত তা হলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলাই হত না পিএসজি ও ম্যান সিটির।’ উল্লেখ্য, এই দুই ক্লাবই পরিচালিত হয় মধ্যপ্রাচ্যের কাতার ও আবুধাবি থেকে।

ফুটবল লিকস্ এর রিপোর্টে আরও দাবি করা হয়েছে, গত সাত বছর ধরে কাতার ও আবুধাবি থেকে এই দুই ক্লাবে ৪.৫ বিলিয়ন ইউরো ঢালা হয়েছে। যার উদ্দেশ্য ছিল, এই দুই ক্লাবের বাজেট বাড়িয়ে দেওয়া। এ ছাড়াও ফুটবল লিকস্ আঙুল তুলেছে কাতার টুরিজম অথরিটির সঙ্গে পিএসজির পাঁচ বছরের চুক্তির দিকে। যে চুক্তির শর্ত অনুযায়ী প্রতি বছর ২১৫ মিলিয়ন ইউরো পেত পিএসজি।

রিপোর্টে আরও জানা গিয়েছে, চুক্তি খতিয়ে দেখতে দুই নিরপেক্ষ হিসাব পরীক্ষককে নিযুক্ত করেছিল উয়েফা। তাদের নিয়ম অনুযায়ী, ইউরোপের কোনও ক্লাবই মৌসুমে তাদের যা আয় তার চেয়ে বেশি খরচ করতে পারে না। আর তিন বছরে ঘাটতি যেন তিরিশ মিলিয়ন ইউরো (২৪৯ কোটি টাকার বেশি) না ছাড়ায়।

২০১৪ সালে পিএসজি ও ম্যান সিটি দুই ক্লাবকেই ৬০ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল উয়েফা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৪৯৮ কোটি টাকার বেশি। সঙ্গে এটাও দুই ক্লাবকে জানানো হয়েছিল, যদি তারা চুক্তি মেনে চলে তা হলে ৪০ মিলিয়ন ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় তিনশো বত্রিশ কোটি টাকার বেশি অর্থ ফিরিয়ে দেওয়া হবে।

ফরাসি তদন্তকারী এক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এর পরেই আসরে নামেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট ইনফ্যান্টিনো। তিনিই তখন উয়েফার মহাসচিব ছিলেন। রিপোর্টে বলা হয়েছে, ‘ইনফ্যান্টিনো সরাসরি মধ্যস্থতা করেন ম্যাঞ্চেস্টার সিটির চুক্তিতে। উয়েফার আর্থিক নিয়ন্ত্রক বোর্ডের নিয়ম সরিয়ে তিনিই প্রস্তাব দেন ৬০ মিলিয়ন ইউরো জরিমানা না করে পিএসজি ও ম্যাঞ্চেস্টার সিটিকে জরিমানা করা হোক ২০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় একশো ছেষট্টি কোটি টাকার বেশি)।যে প্রসঙ্গে ম্যান সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারককে পাঠানো ইনফ্যান্টিনোর ইমেলও উঠে এসেছে তদন্ত রিপোর্টে। এ ছাড়াও উঠে এসেছে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নামও। যিনি নিজে একজন পিএসজি সমর্থক। যদিও সারকোজির প্রেস অফিসার ফরাসি ওই ওয়েবসাইটকে জানিয়েছেন, ‘যাদের নাম করা হচ্ছে তাদের একজন আইনজীবী হিসেবে সারকোজি কোনও পরামর্শ দেননি। পিএসজিকে কালিমালিপ্ত করতেই এই ষড়যন্ত্র হচ্ছে।’

পাশাপাশি ফিফাও এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। তাঁদের বক্তব্য, ‘বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থাকে কলুষিত করার একটি সংগঠিত প্রয়াস এটি। বিশেষ করে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো এবং মহাসচিব ফাতমা সামৌরাকে অপদস্থ করার চেষ্টা।’

ইনফ্যান্টিনোও এক বিবৃতিতে বলেন, ‘সকলকে এক সঙ্গে নিয়ে এগোবার সময় যে কোনও বিষয় পরিবর্তন করা একটি চ্যালেঞ্জ। ফিফার সংস্কারকার্য চালাতে গিয়ে আমি জানতাম বিপক্ষের কড়া প্রতিরোধের সামনাসামনি হতে হবে। কারণ এখন তাদের লাভের পথটা বন্ধ হয়ে গিয়েছে।’

অভিযোগ অস্বীকার করেছে পিএসজিও। তাদের ডিরেক্টর জেনারেল জাঁ ক্লদ ব্লাঁ জানিয়েছেন, ‘উয়েফার সঙ্গে কোনও গোপন চুক্তি হয়নি। স্বচ্ছতা নিয়েই সব কাজ হয়েছে পিএসজিতে।’সূত্র : আনন্দবাজার

(ঢাকাটাইমস/৪নভেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :