ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৮, ১৭:৩২

ছয়টি কেন্দ্রে রবিবার থেকে শুরু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দিনের প্রথম শিফটে থিওলোজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এরপর দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তৃতীয় শিফটে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ পরীক্ষা এবং বিকাল ৪ টা থেকে ৫টা পর্যন্ত একই অনুষদভুক্ত ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার প্রথম শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের এবং দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ ড. সেলিম তোহাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিরা।

উপাচার্য ড. হারুন-উর-রশিদ বলেন, ‘এ বছর নতুন পদ্ধতিতে পরীক্ষা নেয়ার মাধ্যমে প্রকৃত মেধাবীদের বাছাই করতে চেই। বহুনির্বাচনী প্রশ্নপত্রের সঙ্গে লিখিত পরীক্ষা যোগ করা হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা নিতে পারব বলে আশা করছি।’

ঢাকাটাইমস/৪ নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :