বিজিপির গুলিতে আহত বাংলাদেশে থাকা রোহিঙ্গা কিশোর

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৮, ১৭:৪৪

কক্সবাজারের বালুখালী রহমতের বিল সীমান্তে গুলিতে এক রোহিঙ্গা কিশোর আহত হয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানায়, বাংলাদেশের দিকে ১৭টি গুলি করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি)।

গত বছরের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা সাত লাখেরও বেশি রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নেয়ার প্রস্তুতির মধ্যে রবিবার আনুমানিক বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিজিবি।

বাহিনীটির কর্মকর্তারা জানান, বালুখালী বিওপির (সীমান্ত চৌকি) বিপরীতে রাইমখলী পোস্ট হতে পরপর ১৭ রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

সে সময় সীমান্ত পিলার থেকে এক কিলোমিটার দূরে বাংলাদেশের ভেতরে গরু চড়ানো অবস্থায় আহত হয় রোহিঙ্গা কিশোর নুরুল ইসলাম। ১৫ বছর বয়সী ওই কিশোর বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে।

নুরুলের বাম হাতের কনুইয়ের উপরে গুলি লাগে। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বিজিপিকে প্রতিবাদলিপি পাঠানোর প্রস্তুতি চলছে বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন বিজিবির একজন কর্মকর্তা।

রোহিঙ্গা অনুপ্রবেশের পর গত এক বছরে বাংলাদেশকে লক্ষ্য করে আরও কয়েকবার গুলি ছোড়ে বিজিপি। একবার বান্দরবানের তমব্রু সীমান্তে সেনাও মোতায়েন করে মিয়ানমার। এ নিয়ে দুই পক্ষের উত্তেজনাও ছড়িয়েছিল।

ঢাকাটাইমস/০৪নভেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :