যশোরে শিশু শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৮, ২১:১৩
ফাইল ছবি

যশোরের অভয়নগর উপজেলা থেকে এক শিশু শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম হাসিব মল্লিক (৯)।

রবিবার সকালে অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাসিব মল্লিক অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের দিনমজুর মফিজ মল্লিকের ছেলে।

হাসিবের বাবা মফিজ মল্লিক জানান, হাসিব তার সাথে ইটভাটায় শিশু শ্রমিকের কাজ করত। সে বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করত। শনিবার কাজ শেষে দুপুরে বাড়িতে ফেরে সে। এরপর বিকালে বড়শি নিয়ে পাশের বিলে মাছ ধরতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রাতে গ্রামের মসজিদের মাইক থেকে তার নিখোঁজ থাকার খবর প্রচার করা হয়।

রবিবার সকালে একতারপুর গ্রামের আকরাম ফারাজীর মেহগনি বাগানের পানি নিষ্কাশনের গর্তের মধ্যে তার লাশ পড়ে ছিল। গ্রামের এক মহিলা লাশটি দেখে চিৎকার দেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। এরপর তারা পুলিশে খবর দেন।

সকাল আটটার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। শিশুটির হত্যাকারীদের গ্রেপ্তারে জন্য অভিযান চালানো হচ্ছে।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :