বাসে ট্রাকের ধাক্কা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আহত

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৮, ২২:০৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের বাসে ট্রাকের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় দিনাজপুর-ঢাকা মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রবিবার বিকাল ৪টার দিকে নগরীর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখ এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪টার দিকে মেডিকেল মোড়গামী বাসটি নগরীর টার্মিনাল এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আহত হন।

আহত শিক্ষার্থীরা হলেন- তরুণ, তানভীর, মুবিন, আবিদ ও মুরাদ। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মহিব্বুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাসে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। পরে বিষয়টি সমঝোতা হয়েছে।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :