‘শুধু মইনুল নয়, হামলা আইনজীবীদের ওপর’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৮, ১৮:২৮

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মইনুল হোসেনকে জামিন না দেওয়া বিচারককে রেজিস্ট্রারের মাধ্যমে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সোমবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

সভাপতি বলেন, ‘আমি সরকারের কাছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রশ্ন করতে চাই, মইনুল হোসেন কি জঙ্গি মামলায় গ্রেপ্তার?’

‘আদালতের ভেতরে কেন মইনুল হোসেনের বিরুদ্ধে হামলা করা হলো? এই হামলা সরকারের পরিকল্পনায় করা হয়েছে। সরকারের ইন্ধন ছাড়া ও আইনশৃঙ্খলা বাহিনীর সায় ছাড়া মইনুল হোসেনকে হামলা করা হয়নি। আমরা এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারের কাছে দাবি জানাচ্ছি এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

জয়নুল আবেদীন বলেন, ‘এই হামলা শুধু মইনুল হোসেনের ওপর নয়, সব আইনজীবীদের ওপর। সংবিধানের অভিভাবক হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। এ ঘটনায় মাননীয় প্রধান বিচারপতিকে বলব, আপনি তদন্ত করুন। রেজিস্ট্রার দিয়ে একটি মামলা করান। মইনুল হোসেন দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী তার ওপর হামলার বিচার কারা হোক।’

‘মাননীয় প্রধান বিচারপতির কাছে অনুরোধ করব, আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের মান রক্ষা করার দায়িত্ব আপনার। কিন্তু আজকে আমরা লক্ষ করছি মইনুল হোসেনের ওপর যে অত্যাচার করা হয়েছে সে অত্যাচার আমাদের সবার ওপর করা হয়েছে। বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে আপনাকে অনুরোধ করব অনতিবিলম্বে রেজিস্ট্রারের মাধ্যমে মইনুল হোসেনের ওপর যে হামলা হয়েছে তার তদন্ত করুন।’

বিএনপিপন্থি এই আইনজীবী নেতা বলেন, ‘ম্যাজিস্ট্রেট কেন বেইল দিল না। তার কারণ কী? মানহানির মামলায় জামিন পাওয়া আসামির অধিকার। মইনুলকে জামিন না দেওয়া ম্যাজিস্ট্রেট অসদাচরণ করেছেন। আমরা এর বিচার চাই। মাননীয় প্রধান বিচারপতি রেজিস্ট্রারের মাধ্যমে এই ম্যাজিস্ট্রেটকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা করুন। আইন অঙ্গনে আমরা শান্তি দেখতে চাই। আমরা দেখতে চাই সবার ওপর সমভাবে বিচার করা হোক। আমরা বিচার বিভাগের স্বাধীনতা চেয়ে ধর্মঘট ডেকেছি। কর্মসূচি দিয়েছি। আমরা দেখতে চাই সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে না। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দেব।’

জয়নুল আবেদীন বলেন, ‘ব্যারিস্টার মইনুল হোসেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মানিক মিয়ার ছেলে, সাবেক কেয়ারটেকার সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন, সেই বাকশালের প্রতিবাদ করে তিনি পদত্যাগ করেছিলেন।

মানিক মিয়ার অবদান অনেক। সেই মানিক মিয়ার সুযোগ্য সন্তান মইনুল হোসেন। ছোট্ট একটি মামলা কেন্দ্র করে তার ওপর যে হামলা করা হয়েছে সেটি অন্যায়।’

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :