রোহিঙ্গা ক্যাম্পে তিনজন গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
| আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ২২:১০ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৮, ২২:০৪
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে নয়াপাড়া মুচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন: ক্যাম্পের আই ব্লক ও ৫৫৮ নম্বর কক্ষের আজিজুল হক, তার স্ত্রী তৈয়ুবা খাতুন এবং ১৪ বছর বয়সী ছেলে হোসেন জোহার।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাড়িঁর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম আজম।

পুলিশ জানায়, সন্ধ্যায় এক দল অস্ত্রধারী রোহিঙ্গা শিবিরের আই ব্লকের বাসিন্দা আজিজুল হকের ঘরে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা লোকজন চিৎকার দিলে তারা গুলি চালায়। এতে একই পরিবারের ওই তিনজন গুলিবিদ্ধ হয়। এ সময় রোহিঙ্গা শিবিরের আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পাহাড়ের দিকে চলে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিবিরের ভেতরে স্বাস্থ্য বিভাগে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাদের অবস্থা বেগতি দেখে কক্সবাজার হাসপাতালে পাঠান।

গুলিবিদ্ধ আজিজুল হক আইনশৃঙ্খলাবাহিনীর সোর্স হিসিবে কাজ করছিলেন। কিছুদিন আগে রোহিঙ্গা শিবিরের বাসিন্দা জিয়া নামে একজনকে তিনি ধরিয়ে দেয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন রোহিঙ্গা নেতারা।

কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চলছে।’

টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাড়িঁর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম আজম বলেন, ‘গুলি বর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে রওনা করি। সেখান থেকে গুলিবিদ্ধদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঢাকাটাইমস/০৫নভেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :