নতুন ভবন পাচ্ছে ‘গোয়েন্দা স্কুল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৮, ২২:৪৪

দক্ষ জনবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশের বিশেষ শাখার (এসবি) জন্য স্কুল অব ইন্টেলিজেন্সের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের ১০/এ নম্বর সড়কের দুই নম্বর প্লটে নিজস্ব ২২.৪৪ কাঠা জমির ওপর বেইজমেন্টসহ ১৪ তলা ফাউন্ডেশন দিয়ে তৈরি হচ্ছে এ স্কুলভবন।

সোমবার বিকালে এর উদ্বোধন করেন আইজিপি। এ সময় আইজিপি বলেন, ‘দক্ষ জনবলবৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ শাখা (এসবি) সরকারের সবচেয়ে পুরোনো গোয়েন্দা সংস্থা। স্পেশাল ব্রাঞ্চের সক্ষমতা বাড়ানোর বড় জায়গা হলো যথাযথ প্রশিক্ষণ। গোয়েন্দা তথ্য সংগ্রহে দক্ষও পেশাদার পুলিশ সদস্য তৈরির ক্ষেত্রে একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান স্কুল অব ইন্টেলিজেন্স।’

আইজিপি বলেন, ‘ইমিগ্রেশন অফিসারদের প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে গোয়েন্দা প্রশিক্ষণে বিশ^মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে স্কুল অব ইন্টেলিজেন্স ইতোমধ্যেই সক্ষমতা অর্জন করেছে।’

বর্তমানে প্রচলিত অপরাধের পাশাপাশি অর্থনৈতিক অপরাধ ও সাইবার অপরাধ বাড়ছে উল্লেখ করে ড. পাটোয়ারী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় গোয়েন্দা পুলিশ সদস্যদের প্রশিক্ষিত করার বিকল্প নেই। স্কুল অব ইন্টেলিজেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আবদুস সালাম, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামসহ ঢাকার পুলিশে বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্কুলঅব ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠালগ্নে ১৯৯২ সালে আটটি কোর্সে মাত্র ২৪৮ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ২০১৭ সালে ২৫টি কোর্সে ৮০টি ব্যাচে দুই হাজার ৪১১ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে চালু হলে গোয়েন্দা প্রশিক্ষণ কার্যক্রম আরো বেগবান হবে।

ইতিমধ্যে স্কুল অব ইন্টেলিজেন্সের পঞ্চম তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজ শিগগির শুরু হবে।

ঢাকাটাইমস/০৫নভেম্বর/প্রতিনিধি/ইএস

ঢাকাটাইমস/ ০৫নভেম্বর /এএ

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

রাজধানীতে দুই যুবকের আত্মহত্যা

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়

মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়ল সিসি ক্যামেরায়

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

এই বিভাগের সব খবর

শিরোনাম :