উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

মেসিকে নিয়ে ঝুঁকি নেবে না বার্সা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১০:১২ | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৮, ০৯:১৭

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লিওলেন মেসি। তবে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতের ম্যাচে খেলবেন কি না, বিষয়টি ধোঁয়াশা। বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে জানিয়েছেন, শতভাগ ফিট থাকলেই কেবল মেসিকে মাঠে নামাবেন তিনি। আর্জেন্টাইন তারকাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ ভালভার্দে।

গত ২০ অক্টোবর লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন ডান বাহুতে চোট পান মেসি। যে কারণে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম লেগে ইন্টারের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। মিস করেছেন এল ক্লাসিকোও। তবে দুটি ম্যাচেই সহজ জয় পেয়েছে তার দল। মেসিহীন বার্সা কোপা দেল রে’র শেষ ষোলোর প্রথম লেগে কালচারাল লিওনেসা আর সর্বশেষ লা লিগায় রায়ো ভায়োকানোকেও হারিয়েছে।

ভালভার্দে তাই মেসিকে খেলানোর ব্যাপারে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না। প্রয়োজন হলে ইন্টারের বিপক্ষে আজকের ফিরতি লেগেও তাকে বিশ্রাম দিতে চান এই কোচ, ‘আমাদের অপেক্ষা করতে হবে। মেসির খেলা না খেলার বিষয়টি ট্রেনিংয়ের ওপর নির্ভর করছে। আমাদের হাতে তিন-চারটি বিকল্প আছে। আমরা মেসির ব্যাপারে কোনো ঝুঁকি নেব না।’

তিন ম্যাচে ৯ পয়েন্টের সুবাদে এখন ‘বি’ গ্রুপের শীর্ষে আছে বার্সা। ফিরতি লেগে ইন্টারকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকবে কাতালান জায়ান্টরা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইন্টার।

(ঢাকাটাইমস/৬ নভেম্বর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :