এমবাপের উন্নতি প্রয়োজন : টুখেল

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৮, ০৯:৪৯ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৯:৫৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বকাপ জয় করা একজন ফুটবলারের সারাজীবনের স্বপ্ন। লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাদের এখনও সোনায় মোড়ানো ট্রফিটা ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ হয়নি। অথচ, মাত্র ১৯ বছর বয়সে কিলিয়ান এমবাপে ফ্রান্সকে এনে দিয়েছেন বিশ্বকাপ। তার নাম উঠে গেছে সুপারস্টারদের কাতারে। তবে এমবাপের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ টমাস টুখেল মনে করেন, বিশ্বসেরা হতে আরও উন্নতি প্রয়োজন তার শিষ্যের।

রাশিয়া বিশ্বকাপে উদীয়মান তারকার পুরষ্কার জেতা এমবাপে চলতি মৌসুমে অসাধারণ খেলছেন লিগ ওয়ানে। ফরাসি শীর্ষ লিগে এরই মধ্যে ১১ ম্যাচে করে ফেলেছেন ১৩ গোল। এমবাপেকে তাই অনেকে মেসি-রোনালদোর কাতারে ফেলে দিচ্ছেন। তবে তার ব্যাপারে বার্সেলোনার সাবেক স্প্যানিশ মিডফিল্ডার জাভির মন্তব্য ছিল এমন- ‘এমবাপে এখনও পরিণত ফুটবলার নন।’

জাভির কথার সমর্থন জানিয়েছেন টুখেল। তিনিও মনে করছেন, প্রতিভাধর এমবাপের পরিপূর্ণ ফুটবলার হয়ে ওঠতে কিছুটা সময় প্রয়োজন। আজ রাত ২টায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নাপোলির মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচকে সামনে রেখে সোমবার সংবাদ-সম্মেলনে এসেছিলেন টুখেল। সেখানে এমবাপের প্রসঙ্গ উঠলে এই জার্মান কোচ জাভিকে সমর্থন জানিয়েছে বলেছেন, ‘জাভি সঠিক। তার সব দিক থেকে উন্নতি প্রয়োজন। ওর এখন ১৯ বছর চলছে, এই বয়সে বিষয়টা তো স্বাভাবিকই।’

(ঢাকাটাইমস/৬ নভেম্বর/এবিএ)